উদ্বোধন হয়ে গেলো ব্যাঙ্গালোরের খুব কাছেই আদিযোগীর আরো একটি ব্রোঞ্জের মূর্তি।112-foot tall Adi Yogi statue unveiled near Bangalore in Karnataka.

 আদিযোগীর নতুন মূর্তি 

ভ্রমণ পিপাসু :- উদ্বোধন হয়ে গেলো ঈসা ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হওয়া দেবাধিদেব মহাদেবের ১১২ ফিট উচু আদি যোগীর আরো একটি মূর্তি। তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরের কাছে অবস্থিত ঈসা ফাউন্ডেশনের হেড অফিস যার অধিকর্তা হলেন সদগুরু যাগ্গি বাসুদেবা, এখানেই অবস্থিত ভগবান শিবের ১১২ ফিট উচু ব্রোঞ্জের এক অসাধারন মূর্তি, যে মূর্তি আদি যোগী মূর্তি হিসেবে পরিচিত। এবং আমাদের সকলেরই পরিচিত এবং পছন্দের। এটিই পৃথিবীর বৃহত্তম ভগবান শিবের ধাতব আবক্ষ মূর্তি। সদগুরু মহারাজের ঈসা ফাউন্ডেশনের উদ্যোগেই কর্নাটকের চিক্কাবল্লাপুরাতে আরো একটি একটি রকম আদিযোগীর মূর্তি উদ্বোধন করা হলো গত ১৫ ই জানুয়ারি।


২০১৭ সালের শিব রাত্রির দিন মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে কোয়েম্বাটোরের আদিযোগীর মূর্তির উদ্বোধন হয়। তারপর থেকেই এর জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পায়। বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটি একটি অন্যতম গন্তব্যস্থল হিসেবে পরিচিত হয়ে উঠেছে, যার জন্য সোসাল মিডিয়ার গুরুত্বকে কোনো অংশেই কম করা যাবে না। তাছাড়া এই জায়গা এবং মূর্তিটির অসাধারণ দৃশ্য, এবং সন্ধ্যায় চোখ জুড়ানো লাইট অ্যান্ড সাউন্ড শো, সর্বোপরি এখানে আসার পর এক অসাধারন স্বর্গীয় শান্তি, দেবাধিদেব মহাদেবকে এত সামনে থেকে অনুভব যার টানেই প্রতি দিন প্রায় হাজার হাজার দর্শনার্থী ছুটে আসে এখানে।

উদ্বোধনের পর। 

সেইজন্যই ঈসা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থির করা হয়েছে যে, তাদের এই প্রধান কেন্দ্র ছাড়াও ভারতের চার প্রান্তে আরো চারটি এরকম মূর্তি তারা গড়ে তোলা হবে,যার প্রথম পদক্ষেপ হিসেবে দক্ষিণের রাজ্য কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালোর থেকে মাত্র ৬০ কি.মি দূরে চিক্কাবল্লাপুরের অভালাগুর্কি গ্রামে এই ১১২ ফিট উচু মূর্তিটি গড়ে তোলা হয়েছে, যার উদ্বোধনের আসার কথা ছিল স্বয়ং ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের কিন্তু তিনি না আসতে পারায় সদগুরুর উপস্থিতিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এর উদ্বোধন করেন। দুটি মূর্তিরই উচ্চতা আকৃতি, গঠন প্রায় একই রাখা হয়েছে। সেই কারণে এখানে উদ্বোধন উপলক্ষে এক বিরাট পূজার আয়োজন করা হয়েছে এবং সাতদিন ব্যাপী চলবে এক বিরাট উৎসব রাতে আলোকচিত্র প্রদর্শনী। বর্তমানে সাধারণ পর্যটক থেকে শুরু করে পূর্ণার্থী সকলের জন্য খুলে দেওয়া হয়েছে এই জায়গা, তাই আপনি চাইলে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন ব্যাঙ্গালোরের খুব কাছেই এই জায়গা থেকে।

Sadguru & Adijogi. 

কেমন করে পৌঁছোবেন :- ব্যাঙ্গালোর থেকে প্রায় ৬০ কি.মি দূরে অবস্থিত চিক্কাবল্লাপুরা, যা নন্দীহিলস্ এর খুব কাছেই অবস্থিত। এই চিক্কাবল্লাপুরা থেকে মাত্র ৭ কি.মি দূরে পাহাড়ের পাদদেশে অবস্থিত অভালাগুর্কি গ্রামে অবস্থিত ঈসা ফাউন্ডেশন সেন্টার যা সদগুরু সুন্নিদ্ধি নামে পরিচিত, এখানে অবস্থিত এই আদিযোগী নবনির্মিত মূর্তি।

Adiyogi, Chikkaballapur, Karnataka. 

আপনি এখানে যেতে চাইলে সর্বপ্রথম আপনাকে পৌঁছতে হবে ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর থেকে বাইরোড বা ট্রেনে আপনি এখানে চলে আসতে পারবেন। সবচেয়ে কাছের স্টেশন হলো কাদুর। তবে ট্রেনে না গিয়ে আরো কম সময়ে 1 ঘন্টাতেই আপনি বাসে এখানে চলে আসতে পারবেন আর গাড়ি ভাড়া করলে আরো কম সময়ে প্রায় ৪৫ মিনিটেই এখানে পৌঁছানো যাবে। এবার আপনাদের নিজস্ব পছন্দ মত সময় করে এখান থেকে একবার হলেও ঘুরে যান, আপনাদের অবশ্যই এই জায়গাটি চিরদিনের স্মৃতি হয়ে থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন