- :লাক্ষাদ্বীপ আইল্যান্ড :-
ভ্রমণ পিপাসু :- ভারতবর্ষের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল এই লাক্ষাদ্বীপ, যাকে আপনারা ভারতের মালদ্বীপ বলতে পারেন। মালদ্বীপের সাথে এর অনেক মিল আছে যেমন ঘন নীল সমুদ্রের জল, সাদা বালিয়ারির বিচ, সংস্কৃতি, মালদ্বীপের মত বিচ রিসর্ট, কটেজ বা ভিলা এবং সবচেয়ে উল্লেখযোগ্য এটিও মালদ্বীপের মত একটি কোরাল বা প্রবাল দ্বীপসমূহ। মালদ্বীপের সাথে এর দুরত্ব ও খুব একটা বেশি না। এত সামঞ্জস্য থাকায় এই লাক্ষাদ্বীপ কেও মালদ্বীপের মত করে গড়ে তোলা হচ্ছে। এই লক্ষদ্বীপ গঠিত ৩৬টি ছোটো ছোটো প্রবাল দ্বীপ নিয়ে। কিন্তু এই ৩৬ দ্বীপের মধ্যে মনুষ্যবসতি আছে মাত্র ১০ টি দ্বীপে। তার মধ্যে মাত্র ৬টি দ্বীপে পর্যটকদের যাওয়ার পারমিশন আছে, এগুলি হলো - মিনিকয়, বাঙ্গারাম, আগাত্তি, কালপেনি, কদমত, কাভারত্তি। এরমধ্যে মিনিকয় হল সবচেয়ে বড় দ্বীপ, এবং কাভারত্তি হল গোটা লাক্ষাদ্বীপের প্রশাসনিক কেন্দ্র ও রাজধানী। আগাত্তিতে আছে একমাত্র এয়ারপোর্ট। লক্ষদ্বীপ এর পর্যটন সমন্ধীয় সমস্ত কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করে সরকারি সংস্থা 'SPORTS' - Society for Promotion of Nature, Tourism & Sports. আপনাকে লাক্ষাদ্বীপ ভ্রমণের সমস্ত বুকিং এই 'SPORTS' এর মাধ্যমেই করতে হবে। মালদ্বীপ ভ্রমণ বর্তমানে খুবই খরচা সাপেক্ষ, তাই মালদ্বীপের স্বাদ ঘোলে মেটাতে হলে অবশ্যই আসতে পারেন এই লাক্ষাদ্বীপে।
- ভিডিও টি দেখুন - কেরালা ভ্রমণ গাইড- কেরালা ভ্রমণের সমস্ত খুঁটিনাটি
স্পোর্টস/SPORTS:- Society For Promotion of Nature, Tourism & Sports একটি সরকারি অধীনস্থ সংস্থা, যা গঠন করা হয়েছিলো ১৯৮২ সালে, লাক্ষাদ্বীপের পর্যটন শিল্পের বৃদ্ধির লক্ষে। লাক্ষাদ্বীপের Leftenyant General অর্থাৎ LG হলেন এর প্রধান ।এই সংস্থার প্রধান লক্ষ্যই হলো পরিবেশ বান্ধব পর্যটনের বৃদ্ধি করা, কারণ এই লাক্ষাদ্বীপ খুবই ছোটো ছোটো কয়েকটি কোরাল দ্বীপ নিয়ে গঠিত। পর্যটনের জন্য যদি পরিবেশ ক্ষতি হয়, তাহলে এই দ্বীপ গুলোর অস্তিত্ব শঙ্কটে আসতে পারে। আপনি ভ্রমণ সংক্রান্ত সমস্তকিছু যেমন পারমিট, গাড়ি, হোটেল, রিসর্ট আরো অনন্য কিছু এই স্পোর্টস এর মাধ্যমেই আপনাকে বুকিং করতে হবে। যা অনলাইন এবং অফলাইনেও আপনি পেয়ে যাবেন। অফলাইনের বুকিং এর জন্য কোচিতে অবস্থিত অফিস থেকে করতে পারেন -
- এখানে ক্লিক করুন - স্পোর্টস সাইট লিঙ্ক
SPORTS Lakshadweep Tourism (Information & Booking Desk)
2nd Floor
Lakshadweep Administrative Office
Indira Gandhi Road
Willingdon Island
Cochin-03
Mobile: 09495984001
Email: laksports.reservation@gmail.com
S Asker Ali, IAS
Managing Director
SPORTS (Lakshadweep Tourism )
Kavaratti-682555
Phone: 04896-263001, +91 4896262356
Fax: +91 4896262356
Email: sportsgm.lk@gmail.com
কেমন করে পৌঁছোবেন লক্ষদ্বীপ :- লক্ষদ্বীপ আপনি বাই এয়ার এবং শিপের মাধ্যমে পৌঁছতে পারেন। লক্ষদ্বীপের একমাত্র এয়ারপোর্ট আছে আগাত্তিতে। কিন্তু আপনি ফ্লাইটেই যান বা শিপেই আপনাকে সবার আগে পৌঁছতে হবে কেরালার কোচিতে। ভারতের মূল ভূখণ্ডের একমাত্র শহর যার সাথে লক্ষদ্বীপের আকাশপথে ও সমুদ্রপথে যোগাযোগ আছে সেটা হল কোচি। কোচি থেকে প্রতিদিনই এয়ারইন্ডিয়ার ফ্লাইট লক্ষদ্বীপের আগাত্তির মধ্যে যাতায়াত করে, সময় লাগে প্রায় ১ ঘন্টা। আর যদি কম খরচে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে শিপে, কোচি বন্দর থেকে প্রতিদিন ৬ টা প্যাসেঞ্জার শিপ যাতায়াত করে, এগুলো হলো - MV Kavaratti, MV Arabian Sea, MV Lakshadweep Sea, MV Lagoons and MV Corals. সময় লাগবে প্রায় ১৬ ঘন্টা ।এখানে জেনারেল ক্লাস থেকে শুরু করে বিভিন্ন ধরণের ক্লাসের টিকিট আপনারা কেটে নিতে পারেন ওয়েবসাইটে গিয়ে। তারজন্য আগে পারমিট লাগবে।
লক্ষদ্বীপ ট্যুর প্ল্যান : - লক্ষদ্বীপ ঘোরার জন্য প্ল্যান আপনারা নিজেদের পছন্দমত করতে পারেন আবার প্যাকেজ ট্যুর ও নিতে পারেন। নিজেদের পছন্দমত প্ল্যান করতে চাইলে আপনাকে সবার আগে পারমিট করতে হবে যেটা স্পোর্টস থেকে বুক করতে হবে আপনাকে, অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই হবে। স্পোর্টস এর ওয়েবসাইট থেকে লিস্টে দেওয়া যেকোনো দ্বীপের জন্য আপনারা রিসর্ট ভিলা বা টেন্ট আপনারা বুক করতে পারেন । কিন্তু এই নিজেদের প্ল্যানে লক্ষদ্বীপ ঘোরা যথেষ্ঠ ব্যয় সাপেক্ষ। তাই এই ব্লগে আমি আলোচনা করবো একটু বাজেট ট্যুর প্যাকেজ 'সমুদ্রম' প্যাকেজ নিয়ে যেটা লক্ষদ্বীপ সরকারের নিজস্ব প্যাকেজ ৪ রাত ৫ দিনের। যেটা আপনারা স্পোর্টস এর ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন।
সমুদ্রম প্যাকেজ : - সমুদ্রম প্যাকেজ হল কোচি থেকে কোচি ৪ রাত ৫ দিনের লক্ষদ্বীপ সরকারের একটি প্যাকেজ, যারা বাজেট ট্রাভেলার আছেন তাদের জন্য এই প্যাকেজ। অনেকে হয়তো জানেন অনেকে হয়তো এটা জানেন না লক্ষদ্বীপ কিন্তু খুবই কষ্টলি জায়গা, পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখে খুব কমই পর্যটকদের এখানে ঘুরতে আসার পারমিশন দেওয়া হয় বেছে বেছে ৫-৬ টা দ্বীপে। যাইহোক লক্ষদ্বীপ ট্যুরের বাজেট নিয়ে আমি শেষে আলোচনা করবো আগে সমুদ্রম প্যাকেজ নিয়ে আগে আলোচনা করা যাক।
সমুদ্রম প্যাকেজ ট্যুর প্ল্যান :- এই প্যাকেজের নামের মধ্যেই সমুদ্র আছে যা থেকে কিছুটা আপনারা আন্দাজ করতে পারছেন, যে এই প্যাকেজ বেশিরভাগ টা সমুদ্রকে কেন্দ্র করেই আবর্তিত হবে। এই ট্যুর শুরু হয় কোচি থেকে MV Kavaratti নামক জাহাজ করে ৫ দিন পর যাত্রা শেষ হবে আবার সেই কোচিতে এসেই। এই প্যাকেজে আপনাদের রাতে থাকার ব্যবস্থা হবে MV Kavaratti জাহাজের কেবিনেই, থাকার জন্য বিভিন্ন ধরণের ব্যবস্থা আছে যেরকম আপনি বেছে নেবেন। এবং দিনটা পুরো থাকবে আপনাদের ঘুরাঘুরি জন্য এবং তার সাথে বিভিন্ন activity।
প্রথম দিন :- প্রথম দিনে আপনাদের যাত্রা শুরু হবে কোচি বন্দর থেকে। কোচির ওয়েলিংটন আইল্যান্ড FCI গোডাউনের নিকটবর্তী লক্ষদ্বীপ বোর্ডিং পয়েন্ট থেকে আপনাদের লক্ষদ্বীপ যাওয়ার জাহাজ ছাড়বে। বোর্ডিং টাইম সকাল ৯-১০ টা, অর্থাৎ তার আগেই আপনাকে সেখানে পৌঁছে যেতে হবে। সেখানে অনলাইন টিকিটের বিনিময়ে আপনার বোর্ডিং পাস এবং আই কার্ড সংগ্রহ এবং তাতে স্ট্যাম্প লাগিয়ে, আপনার লাগেজ চেক-ইন করাতে হবে। এরপর তারা আপনাদের একটি গাড়িতে নিয়ে যাবে জাহাজ পর্যন্ত, আপনাদের লাগেজ আলাদা গাড়িতে সেখানে পৌঁছবে, আপনি চাইলে ছোট হ্যান্ড ব্যাগ সাথে নিয়ে নিতে পারেন। জাহাজের ভিতরে পৌঁছে আপনি আপনার বুক করা রুম বা কেবিনে, একবারে ভালো ভাবে চেক করে নেবেন, এরপর জাহাজ ছাড়ার অপেক্ষা। আর তার আগে লাঞ্চটা আপনাদের জাহাজেই হবে, ঠিক ৩-৩.৩০ টা মধ্যে আপনাদের জাহাজ পাড়ি দেবে লক্ষদ্বীপের উদ্দেশ্যে, বোর্ডিং টাইম বদল ও হতে পারে। সন্ধ্যের টিফিন আর রাতের খাওয়ার আপনাদের সমস্ত কিছুই জাহাজেই হবে, সেই জন্য আলাদা ডাইনিং হল আছে, সেখানে আপনাকে পৌঁছতে হবে, ভেজ, ননভেজ দু ধরণের খাওয়ারেই ব্যবস্থা আছে। ডিনার করে আপনারা আপনাদের নিজস্ব রুমে চলে আসুন, কারণ পরের দিনের সকালে আপনাকে লক্ষদ্বীপ স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবে।
দ্বিতীয় দিন :- ঠিক ৮ টা থেকে ৯ টা মধ্যে আপনাদের জাহাজ পৌঁছে যাবে লক্ষদ্বীপের মিনিকয় দ্বীপে। যা পুরো লক্ষদ্বীপের বৃহত্তম দ্বীপ। আপনি খুব সকাল সকাল উঠে ডেকে গিয়ে সূর্যোদয় টি কে অবশ্যই উপভোগ করুন। জাহাজ অনেকটা আগে আমাদের নামিয়ে দেবে তারপর সেখান থেকে বোটে করে আপনাদের পৌঁছে দেবে গন্তব্যস্থলে। বোট থেকে নেমেই আপনাকে স্বাগত জানানো হবে ওয়েলকাম ড্রিংকস দিয়ে অর্থাৎ লক্ষদ্বীপের বিখ্যাত ডাবের জল দিয়ে। প্রথমেই আপনাদের নিয়ে যাওয়া হবে লাইট হাউস দেখতে, এই লাইট হাউস থেকে পুরো মিনিকয়ের ৩৬০ ডিগ্রি ভিউ উপভোগ করতে পারবেন। তারপর সরাসরি স্বচ্ছ নীল জলের বিচে। বিচে এসে বোটিং, কায়াকিং, স্কুবা করতে পারেন, অবশ্যই নিজেদের অর্থে। তারপর লাঞ্চ সেরে আপনাদের নিয়ে যাওয়া হবে লোকাল ভিলেজ ট্যুরে যেখানে লোকাল বাসিন্দাদের বাস। ইভিনিং টি সাথে টিফিন সেরে বিকেলের মধ্যেই আবার আপনাদের বোটে করে নিয়ে যাওয়া হবে আপনাদের জাহাজে, আজকের রাতের রাত্রিবাস ওখানেই, পরের দিন আপনাদের নিয়ে যাওয়া হবে নতুন একটি দ্বীপে।
তৃতীয় দিন :- তৃতীয় দিনের আপনাদের সকাল লক্ষদ্বীপের রাজধানী কাভারত্তি থেকে। একইরকম ভাবে সকাল ৮ টা দিকে আপনাদের জাহাজ পৌঁছে যাবে কাভারত্তি, জাহাজ থেকে ব্রেকফাস্ট করে আপনাদের বোটে করে পাঠিয়ে দেওয়া হবে মূল দ্বীপে। এখানেও করার মত অনেক অ্যাক্টিভিটি আছে নিজেদের পয়সায়। এরপর লাঞ্চ করে কাভারত্তিতে আরো দুটো দেখার জায়গা আছে একটা অ্যাকুয়ারিয়াম এবং মিউজিয়াম। তারপর আবার জাহাজে নাইটস্টে।
চতুর্থ দিন :- চতুর্থ দিন আপনাদের লক্ষদ্বীপ ভ্রমণের শেষ দিন এদিন আপনাদের নিয়ে যাওয়া হবে কালপেনি দ্বীপে। একইরকম ভাবে আপনাদের ব্রেকফাস্ট করে কালপেনি দ্বীপে পাঠিয়ে দেওয়া হবে, এখানে আপনারা এখানকার সুন্দর বিচে অনেকটা সময় কাটাতে পারেন তারপর লাঞ্চ, এবং লাঞ্চের পর লোকাল কিচ্ছু সাইটসিং এবং লোকাল দের সাথে folk dance আনন্দ উপভোগ করে বিকেল আপনারা সুন্দর ভাবে কাটিয়ে ফেলবেন। তারপর আবার আপনাদের বোটে করে জাহাজে পাঠিয়ে দেওয়া হবে।
পঞ্চমদিন :- পঞ্চম দিন সকাল ১১-১২ টা মধ্যে আপনারা কোচি পৌঁছে যাবেন। তার আগে আপনাদের সকালের ব্রেকফাস্ট দেওয়া হবে, তারপর আপনাদের জাহাজ ছেড়ে বেরিয়ে আসতে হবে সেদিন কা আপনারা কোচিতে থাকতে পারেন, এখানে ঘুরার মত অনেকে জায়গা পেয়ে যাবেন, একটা হোটেল বুক করে নিয়ে সেদিন আপনারা কোচি খুব ভালো মত ঘুরে নিতে পারেন, কেমন করে কি কি জায়গায় ঘুরবেন তা নিচের লিঙ্কে পেয়ে যাবেন-
- আরো পড়ুন - কেরালা ট্যুর প্ল্যান
সমুদ্রম প্যাকেজের বাজেট : - সমুদ্রম প্যাকেজে দু ধরনের ক্লাস আছে একটা ডায়মন্ড ক্লাস এবং অন্যটি গোল্ড ক্লাস। সমস্ত ক্লাসে অন্তর্ভুক্ত থাকবে আপনাদের কোচি থেকে কোচি সমস্ত যাতায়াতের খরচ, চারবেলা খাওয়ার খরচ এবং রাতে থাকার। খাওয়ার মধ্যে আপনারা ভেজ এবং নন-ভেজ দু ধরনের অপশন পাবেন। ডায়মন্ড ও গোল্ড এই দুটি ক্লাসের মধ্যে শুধু একটাই পার্থক্য থাকবে, সেটা হলো জাহাজে আপনাদের রাতে থাকার জন্য যে রুম পাবেন।
ডায়মন্ড ক্লাসে টোটাল খরচ - ৩০৫০০ + GST৫%।
বাচ্চাদের - ২২০০০ +৫%।
গোল্ড ক্লাসে টোটাল খরচ - ২২৫০০ + GST ৫ ।
বাচ্চাদের - ১৭৫০০ + ৫ %।
এক্সট্রা খরচা - কলকাতা থেকে কোচি ফ্লাইট হলে ১২-১৩ হাজার এবং ট্রেন হলে ৬ হাজার টাকা খাওয়া দিয়ে। এরপর কোচিতে থাকতে হতে পারে সেই হোটেল আর খাওয়ার খরচা।
এই সমস্ত খরচ কিন্তু ডিসেম্বর মাসে আরো বেড়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে বয়স ১-১০। এই প্যাকেজে কিন্তু কোনো পারমিটের দরকার নেই, আপনি যদি আলাদা ভাবে নিজেদের পছন্দ মত বাঙ্গারাম, থিনাককারা, কদমত থাকতে চান তাহলে পারমিটের প্রয়োজন হবে।
ধন্যবাদ। 🙏
Difference between diamond and gold class
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন