ভারতের সেরা ১০ টি সামুদ্রিক বিচ। Top - 10 Femous beaches of India.

 ভ্রমণ পিপাসু :- যখন আপনি ভারতের সেরা ১০টি বিচ বাছতে যাবেন, ব্যাপারটা কিন্তু এত সোজা না। পূর্ব, পশ্চিম, দক্ষিন এই তিন দিক দিয়ে সমুদ্র দ্বারা বেস্তিত এই দেশ অগণিত বিচ আছে যা গুণে শেষ করা যাবে না। বিভিন্ন মাফকাঠির ওপর ভিত্তি করে এই সেরা ১০টি বিচকে এই ব্লগে তুলে ধরা হয়েছে, এই ব্লগের সাথে অনেকের মতামত না মিলতেও পারে, তাই আপনারা নিজের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।


কোভালাম বিচ :- কেরালার সবচেয়ে জনপ্রিয় এবং আধুনিক এবং উন্নত ধরনের বিচ এই কোভালাম, যা অবস্থিত কেরালার রাজধানী তিরুবনন্তপুরম থেকে এক ঘণ্টার দূরত্বে আরব সাগরের তীরে। এই বিচে বড় থেকে বাচ্চা সমস্ত ধরনের মানুষদের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা আছে। এবং বিভিন্ন ধরনের activitity এবং ওয়াটারস্পোর্টসের ব্যবস্থা আছে এই বিচে। এই বিচ তৈরি হয়েছে দুটো কোভ দ্বারা Hawa এবং lighthouse সেই জন্যই নাম টা এসেছে কোভালাম। এর মধ্যে লাইটহাউস কোভটি বৃহত্তম। এই লাইটহাউসের ওপর থেকে পুরো বিচ এবং আরব সাগরের দেখার মত ভিউ পাওয়া যায় বিশেষ করে সূর্যাস্তের সময়ে। এখানে থাকার মতো ও প্রচুর হোটেল তৈরি হয়ে গেছে এখন তাই কোনো অসুবিধা ই হবেনা এখানে।

Kovalam beach, Kerala. 

রাধানগর বিচ :- আন্দামান তথা দেশের সেরা বিচের কথা আসলে সবার আগেই নাম আসবে এই রাধানগর বিচের। বর্তমানে এই বিচ-ই দেশের সেরা বিচের তকমা পেয়েছে। এর অবস্থান আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে। স্বচ্ছ নীল রঙের জল পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিচের প্রধান USP। হ্যাভলক জেটি থেকে মাত্র ৮ কিমি দূরে অবস্থিত এই বিচ, যাওয়ায় জন্য ভাড়া করা বোট ও পেয়ে যাবেন। পরিবার পরিজন নিয়ে অনেকটা সময় কাটানো এবং এনজয়ের জন্য এই বিচ আদর্শ।

Radhanagar Beach, Havelock. 

বাগা বিচ:- দেশের সেরা বিচের কথা হবে আর গোয়ার নাম আসবে না এটা হতেই পারে না, গোয়া যেই জায়গাটা গোটা বিশ্বে পর্যটনের জন্য পরিচিত পেয়েছে তা এই বিচ গুলোর জন্যই। এত বেশি পরিণামে বিচ আর এত সুন্দর সুন্দর বিচ আছে যে যার টানে হাজার হাজার দেশী, বিদেশী পর্যটক এখানে ছুটে আসে,এতো বিচ আছে যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না। সেই গোয়ার যে বিচ টা নিয়ে এখন আলোচনা করবো সেটা হলো বাগা বিচ যার নাম এক ডাকে সবাই চেনে, গোয়া যাবেন অথচ বাগা বিচে আসবেন না এটা কখন হতেই পারে না। বাগা বিচ বিখ্যাত তার নাইট লাইফের জন্য এরকম নাইট লাইফ দেশের আর কোনো I বিচে আছে কিনা আমার সন্দেহ আছে। সারাদিন সাধারন ভাবে কেটে গেলেও সন্ধ্যা হতেই এর আসল জ্বলবা শুরু হয়, নাচ, গান পার্টি, ডিস্কো, খাওয়া দাওয়া, প্রচুর লোকের আনাগোনা শুধু এই বিচে না বিচের বাইরে ও পুরো বাগা এলাকা জুড়ে দেখা যায় যা চলে গভীর রাত পর্যন্ত তাই গোয়া আসলে এই জায়গা মিস করা চলবে না। এই জন্যেই দেশের সেরা ১০টি বিচের লিস্টে স্থান করে নিয়েছে বাগা।

ইয়ারাদা বিচ :- ছবির মত সুন্দর এই বিচ অবস্থিত অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপটনম্ বা ভাইয্যাগের খুব কাছেই। ভাইজ্যাগ শহর থেকে এর দূরত্ব মাত্র ১৫ কি.মি। ভাইজ্যাগের ভ্রমণের অফবিট destination গুলোর মধ্যে অন্যতম একটি হল এই বিচ। এর সিনিক বিউটি খুব সুন্দর কিন্তু সন্ধ্যা ৬ টা পর পুলিশ এখানে আর থাকার পারমিশন দেয়না। এই বিচ দেখা ও ঘোরার পাশাপাশি আপনারা আরো দুটো জায়গা একসাথে দেখে নিতে পারেন যেগুলো খুব পাশেই, এক Dolphin Nose lighthouse এবং Gangavaram Beach। এখানে আসার জন্য ভাইজ্যাগ বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বাস ছাড়ে, তবে সারাদিনের জন্য যদি এই জায়গা তিনটে দেখতে চান তাহলে একটা ক্যাব বুক করে নেওয়াই ভালো হবে।

ভারকালা :- ভারকালা বিচ কেরালার রাজধানী তিরুবনন্তপুরম থেকে ১ ঘণ্টার দূরত্বে অবস্থিত। কেরালার সবচেয়ে জনপ্রিয় বিচ কোভালাম এই তিরুবনন্তপুরমেই অবস্থিত। বর্তমানে কোভালাম বিচে বেশি পরিমাণে কোলাহল ও ভিড় ভাড়ের জন্য এই ভারকালা বিচটি বিকল্প গন্তব্যস্থল হয়ে উঠছে। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের ভিউ ও দেখার মত। যেহেতু এখানে পর্যটকদের আনাগোনা কম তাই এই জায়গা পারফেক্ট তাদের জন্য যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তাছাড়া এই ভারকালা যোগা এবং আয়ুবেদিক কেন্দ্রের জন্য ও বিখ্যাত।

Varkala Beach, Kerala

মেরিনা বিচ :- দেশের সবচেয়ে বেশী মানুষের ভিড়ভাড় যুক্ত বিচের যদি নাম নেওয়া হয় তাহলে সবার আগে থাকবে এই মেরিনা বিচ। প্রতিদিন প্রায় ৩০-৪০ হাজার লোকের সমাগম হয় এই বিচে ছুটির দিন গুলিতে যা দেশের মধ্যে সর্বোচ্চ। যা এই বিচকে চেন্নাই এর সর্বাধিক জনপ্রিয় ট্যুরিস্ট স্পট গুলোর মধ্যে একটি করে তুলেছে। একাধারে এই বিচ দেশের সবচেয়ে দীর্ঘতম বা লম্বা বিচ, যার দৈর্ঘ্য প্রায় ৬ কি.মি। যেটা শুরু হচ্ছে চেন্নাই এর সেন্ট ফোর্ট জর্জ থেকে শেষ হচ্ছে Foreshore Estate এসে । মেরিনা বিচে স্নান ও সাঁতার কাটা করা গভীর ভাবে নিষিদ্ধ কারণ এর উচু উচু ঢেউ এবং বঙ্গোপসাগরের ভয়ংকর প্রকৃতির জন্য যা এই বিচকে তামিলনাড়ুর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিচ হিসেবে গন্য করা হয়েছে। এই বিচে আপনি তামিলনাড়ু তথা দেশের বিভিন্ন গন্য মান্য ব্যক্তির মূর্তি আপনারা দেখতে পাবেন তার মধ্যে, জয়ললিতা, করুণানিধি থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বসু, থিরুভালুভার, গান্ধীজি, বিবেকানন্দ, কামরাজ, পেরিয়ার প্রভৃতি।

Merina beach, Chennai. 

পুরি বিচ :- ভারতের পূর্ব উপকূলের যদি কোনো বিচের কথা আলোচনা করা তাহলে পুরির নাম সবার ওপরে আসবে। পুরির বিচ যার অন্য নাম গোল্ডেন বিচ। এই বিচ পূর্ব উপকূল তথা ঔড়িষ্যা রাজ্যের একটা রত্ন। ঔড়িষ্যার পর্যটন আয়ের বেশিরভাগ টাই আসে এই পুরি থেকে আর এই পুরির প্রধান আকর্ষন এই বিচ ছাড়াও আছে পুরির বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির, সেটা আমাদের সকলেরই জানা। সেই জন্য সরকারি উদ্যোগ আরো ভালো ভাবে চোখে পড়ে এই বিচকে আরো উন্নত করে গড়ে তোলার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। প্রতি বছর এই বিচে অনুষ্ঠিত হয় 'Puri annual Beach festival' যেটা রাজ্য সরকার এবং ভারতীয় পর্যটন দফতরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। যেখানে স্যান্ড আর্ট থেকে নানান অনুষ্ঠান হয়ে থাকে। ২০২০ তে ডেনমার্ক এর সংস্থা Foundation Of Environmental Education থেকে এই পুরি বিচকে 'Blue Flag' Award ও পেয়েছে ।

Puri sea beach, Odisha

গোর্ণনা বিচ :- কর্নাটক রাজ্যের আরব সাগর তীরবর্তী একটি অফবিট জায়গা গোর্ণনা যেই জায়গা কিছুদিনের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে এবং খুবই প্রশংসিত হয়েছে এই গোর্ণনার বিচ। কিন্তু গোর্ণনা তে একটি কোনো বিচ নেই, আছে অনেক গুলো বিচের সমষ্টি। যেমন - ওম বিচ, প্যারাডাইস বিচ, হাফ মুন বিচ, কুডলে বিচ এই সমস্ত বিচ গুলোকে একত্রে গোর্ণনা বিচ হিসেবে অভিহিত করা হয়। বিভিন্ন ধরণের অ্যাডভেঞ্চার এ্যাকটিভিটি বিভিন্ন ওয়াটারস্পোর্টিস্ করার সুযোগ পাবেন এখানে, যেমন Yoga, Snorkeling, Sking, Surfing & Trekking।

গোকর্ণা এই জন্য স্বর্গরাজ্য কর্নাটক তথা দেশের সিনিক বিচ গুলোর জন্য। এখানে একসাথে অনেক গুলো মোটামোটি ৫-৬ বিচ পেয়ে যাবেন একদম কাছেই আরো কিছু দূরে গেলে আরো ২-৩ টে পেয়ে যাবেন। যেগুলো একদম পরিস্কার পরিচ্ছন্ন এবং হিডেন তাই অবশ্যই ঘুরে যেতে পারেন এখান থেকে।

এই জায়গাটি আরো পর্যটকদের টানে তার কারন এখানে মহাবালেশ্বর শিব মন্দিরের অবস্থানের জন্য। এখানেই জাগৎগুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন রামচন্দ্রপুরা মঠ। গোর্ণনা বিচ থেকে স্নান সেরে এই মহাবালেশ্বর শিব পূজো দেওয়ায় রীতি আছে সেই জন্য এখানে পূর্নারথীদের ঢল লেগেই থাকে। তাই গোর্ণনা তে বেড়াতে আসলে বিচ গুলো দেখার পাশাপাশি আরো কিছু জায়গা মন্দির আপনারা দেখে নিতে পারবেন।

টারকার্লি বিচ :- মনোরম সুন্দর বিচের জন্য সবসময় ভারতের পশ্চিম উপকূল আদর্শ। সেরকমই আরো একটি অচেনা কিন্তু সুন্দর বিচের খোঁজে আমরা এবার আলোচনা করবো মহারাষ্ট্রের একটি বিচ নিয়ে যার নাম হলো টারকার্লি বিচ। যার অবস্থান মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার কোঙ্কন উপকূলে। কোঙ্কনের সবচেয়ে সুন্দর বিচ যদি বলতে চান তাহলে এটি। একে 'কোঙ্কনের রানী' ও বলা হয়। স্বচ্ছ নীল রঙের জল সাদা বালিয়ারি যা বিচকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। তাই প্ল্যান করে এখান থেকে ঘুরে আসতে পারেন, পর্যটকদের আনাগোনা এখনো এখানে তেমন ভাবে হয়নি। গোয়া মুম্বই দু জায়গা থেকে বাস বা ট্রেন মাধ্যমে এখানে আসা যাবে।

Post a Comment

নবীনতর পূর্বতন