ভ্রমণ পিপাসু:- ভ্রমণ পিপাসুর আজকের ব্লগে আমি আলোচনা করবো মেঘালয়ের সেরা ৭টি জলপ্রপাত নিয়ে।মেঘালয়ে কিন্তু দেখার মত প্রচুর জলপ্রপাত আছে খালি আমরা নাম জানি ২ থেকে ৩ টে বা ৩ থেকে ৪টা। কিন্তু মেঘালয়ের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর অসাধারণ সুন্দর সুন্দর সব ফলস্ সেইজন্যই এই ব্লগ যাতে আমরা বাধা ধরা কয়েকটি ওয়াটারফলস্ বাদে আরো কিছু অফবিট সুন্দর ফলস্ সম্বন্ধে জানতে পারি এবং ঘুরে আসতে পারি। এই ব্লগে আমি সমস্ত কিছু আপনাদের details এ বলে দেবো কি ভাবে দেখবেন, কেমন করে যাবেন, কোথায় থাকবেন সমস্ত কিছু চলুন তাহলে শুরু করা যাক।
নোয়াকালিকাই ফলস্ :- মেঘালয়ে ওয়াটারফলস্ দেখে শেষ করা যাবেনা, বেশিরভাগ ওয়াটারফলস্ ই চেরাপুঞ্জি ও তার আসে পাশে মধ্যেই আপনারা পেয়ে যাবেন। সেরকমই একটি ফলস্ হলো নোয়াকালিখাই ফলস্। মেঘালয়ের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত এবং চেরাপুঞ্জির সবচেয়ে জনপ্রিয় সাইটসিং এর মধ্যে অন্যতম। কিন্তু একইরকম ভাবে এই ফলসে আসল রূপ দেখতে হলে আপনাকে বর্ষাকালেই যেতে হবে।
এই ফলস্ দেখতে হলে আমাকে প্রথমত শিলং থেকে চেরাপুঞ্জি যেতে হবে। চেরাপুঞ্জির লোকাল সাইটসিং মধ্যে আপনারা এটা দেখে নিতে পারবেন।
সেভেন সিস্টারস্ ফলস্ :- চেরাপুঞ্জির আসে পাশে আরো একটি সুন্দর ফলস্ হলো সেভেন সিস্টার ফলস্। ওপর থেকে এই ফলস্ এর ভিউ টা দেখতে সত্যি অসাধারণ লাগে। যার অবস্থান মেঘালয়ের ইস্ট খাসি হিলসে।
এই ফলস্ কে Nohsngithiang falls বা Mawsmai falls বলে ও ডাকা হয়। মেঘালয়ের অন্যতম উচ্চতম ফলস্ যার উচ্চতা ১০৩৩। সোহারা বা চেরাপুঞ্জি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য এখানে বহু ওয়াটারফলস্ এর সৃষ্টি হয়েছে তার মধ্যে এটি ও একটি। চেরাপুঞ্জি ভ্রমণের সময়েই আপনারা এটি দেখতে পাবেন।
ফি ফি ফলস্ :- মেঘালয়ের আরো একটু সুন্দরতম ঝর্ণার কথা এখন বলবো যার নাম ফি ফি ফলস্ কিন্তু বেশিরভাগ পর্যটকই মেঘালয় ঘুরতে এসে এই ফলস টি কে স্কিপ করে চলে যায় অনেকে এর নাম ই শুনে নি অনেকে হয়তো শুনেছে, কিন্তু এর দূরত্ব আর অফরোডের জন্য অনেকে যেতে চায় না। ফি ফি একটি দু ধাপের ওয়াটারফলস্। ফি ফি একটি জয়ন্তীয়া শব্দ যার অর্থ দাঁড়ায় স্বর্গ।
এই ফলস্ এর লোকেশন এক এমন জায়গায় যে এখানে পৌঁছতে আপনাকে থ্রিলিং experience দিবে। গাড়ি থেকে নেমে আপনাকে বাকি পথ ট্রেক করেই যেতে হবে থাকার জন্য রিভার সাইড ক্যাম্প আছে, সেই ক্যাম্প থেকে হাঁটা পথে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আপনি পৌঁছে যাবেন ফি ফি ফলস্ । এই ফি ফি যেতে আপনি রাস্তায় আরো দুটি ছোট ফলস্ দেখতে পাবেন, সেগুলো একত্রে ফি ফি বলে। বর্তমানে আগের থেকে রাস্তা অনেক ভালো হয়ে গেছে, প্রথম ফি ফি ফলস্ এ পৌঁছে আপনি নদীর একটা ধারা ক্রস করে পাহাড় থেকে নিচের দিকে কয়েক ধাপ নামতে হবে তারপরেই আপনি পৌঁছে যাবেন এখানে, শিলং থেকে যার দূরত্ব পড়বে ৮০ কিমি সময় লেগে যেতে পারে প্রায় ৩ ঘন্টা।
ওয়াই স্যাডং ফলস্ :- সোহরা এলাকার মধ্যে আরো একটা অসাধারণ ফলস হচ্ছে ওয়াই স্যাডং ফলস্। কিন্তু এই ফলস্ যেতেও কিন্তু আপনাকে কিছুটা পথ ট্রেক করে যেতে হবে, কিন্তু এই পথ বেশি না মোটামোটি ধরুন গাড়ি পার্কিং এরিয়া থেকে ৩০ মিনিটের ট্রেক। কিন্তু এই জন্য ই হয়তো বহু পর্যটক ফি ফি ফলস্ এর মতো এই জায়গাটি বাদ রেখে চলে আসে। বর্ষাকালে এই ফলস্ তার আসল রূপ ধারন করে, এখানে যেতে হলে ট্রেকে করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার পায়ে যেনো ভালো ট্রেক-সু পড়া অবশ্যই জরুরি কারণ রাস্তা যথেষ্ট পিচ্ছিল থাকে, এখানে পৌঁছোনোর পর ৩ ধাপ বিশিষ্ট এই ফলস্ দেখে সত্যি অভিভূত হয়ে যাবেন।
শিলং থেকে এই ফলস্ এর দুরত্ব ৫০-৬০ কি.মি পৌঁছতে আপনার ২ ঘন্টা লেগে যাবে। ওয়াই স্যাডং পার্কিং পৌঁছে আপনার বাকিটা পথ হেঁটে যেতে হবে।
এলিফ্যান্টস্ ফলস্ :- শিলং এর সবচেয়ে জনপ্রিয় ওয়াটারফলস্ হলো তিন ধাপ বিশিষ্ট এই এলিফ্যান্টস্ ফলস্। শিলং পুলিশ বাজার থেকে যার দূরত্ব ১২ কি.মি। এই এলিফ্যান্টস্ নাম এক ব্রিটিশ এর দেওয়া। তিনি এই ফলস্ এর পাথরের আকৃতি এলিফ্যান্টের মত দেখে এর নাম দিয়েছিলো এলিফ্যান্টস্ ফলস্ । কিন্তু প্রায় ১০০ বছর আগে এই পাথর কিন্তু ভূমিকম্পে ভেঙেই গেছে।
শিলং ঘুরতে আসলে প্রায় সকল ভ্রমনারথীরা এই ফলস্ অবশ্যই ঘুরে যান। তিন ধাপ বিশিষ্ট এই ফলস্ দেখতেও বেশ সুন্দর, অনেকটা সময় আপনি এখানে ঘুরতে এসে অতিবাহিত করতে পারবেন।
ক্রাংসুরি ফলস্ :- মেঘালয়ের আরো একটি সিনিক ওয়াটারফলস্ হলো ক্রাংসুরি ফলস্, যার অবস্থান জোয়াই তে, যা মেঘালয়ের পশ্চিম জয়ন্তীয়া জেলায় অবস্থিত, আপনি যদি শিলং থেকে আসেন তাহলে এখানে পৌঁছতে আপনার ২.৩০ ঘন্টা সময় লাগবে।
ওপর থেকে ঘন নীল জলের এই ফলস্ দেখতে সত্যি অভূতপূর্ব লাগে তাই এলিফ্যান্টস্ ফলস্ এর পর এটিও আসতে আসতে পর্যটকদের ভ্রমণ সূচিতে জায়গা করে নিচ্ছে। ওপর থেকে নিচে আপনারা যদি নামতে চান তাহলে ১৫ মিনিটের হাঁটা পথ পেড়িয়ে আসতে হবে। আর উঠার সময় ২০-২২ মিনিট লাগবে। আপনি এখানে বিশেষ কিছু অ্যাক্টিভিটি ও করতে পারেন তার মধ্যে আছে লেকে বোটিং, সুইমিং, জিপলাইলিং (300 টাকা)। এন্টি টিকিট আছে এখানে ঢোকার যা ৩০ টাকা, এবং গাড়ি পার্কিং এর জন্য ৫০ টাকা।
কিনরিম ফলস্ :- ভারতের সপ্তম উচ্চতম ফলস্ মেঘালয়ের চেরাপুঞ্জির এই ফলস্ যার উচ্চতা ১০৩৩ মিটার। যার অবস্থান চেরাপুঞ্জির Thangkarang Park এর মধ্যে সবুজ ঘেরা প্রাকৃতিক অরণ্যের মাঝে। এখানে আসার সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে এপ্রিল। এখানে সবচেয়ে বড় আকর্ষন হলো পিলার রক যার আরেক নাম শিবা রক। এই রক থেকে দারুণ ভিউ আসে।
চেরাপুঞ্জি শহর থেকে এই ফলস্ এর দুরত্ব ১২ কি.মি আপনি চেরাপুঞ্জি লোকাল সাইটসিং এর সময় ড্রাইভারের সাথে কথা বলে এটি দেখে নিতে পারেন। তাছাড়া বাসে ও আসতে পারেন বাস থেকে নেমে ৫-১০ মিনিটের হাঁটা পথে আপনি এখানে পৌঁছে যেতে পারেন।
Umkrem Falls :- Mawlynnong ভিলেজ থেকে ডাউকি যাওয়ার রাস্তায় পড়ে।
একটি মন্তব্য পোস্ট করুন