লাদাখ সফরের বাজেট। লাদাখের কিছু গাড়ির ড্রাইভার এর নাম ও নাম্বার। cost or budget of ladakh trip & ladakh taxy driver number

ভ্রমণ পিপাসু :- লাদাখ ট্রিপ নিয়ে সমস্ত খুঁটিনাটি এবং আমার লাদাখ ট্রিপের কিছু অভিজ্ঞতা আমি আমার আগের পোস্ট বর্ণনা করেছি, সেই পোস্টটি না দেখলে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই পড়ে নিতে পারেন, আপনাদের প্ল্যান করতে সুবিধা হবে। 

লাদাখ ট্রিপ নিয়ে যে প্রশ্ন টা বেশি দেখা যায় মানুষের মধ্যে সেটি হল কত খরচা হতে পারে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোকজনেরা কি লাদাখ ট্রিপ করতে পারবে। আমি বলবো পারবে আমরা ও মধ্যবিত্ত সমাজেই পরি। এই পোস্টে আমি লাদাখ ভ্রমণের ক্ষেতে কত খরচা হতে পারে সে সমন্ধে একটা ধারণা দেওয়ায় চেষ্টা করছি আর লাদাখ সফরের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় গাড়ি, সেই কিছু ভালো ভালো গাড়ির ড্রাইভারের নাম ফোন নম্বর দেওয়ার চেষ্টা করেছি। আপনারা নিজেদের মতো ফোন করে যে কাউকে সিলেক্ট করতে পারেন। আমরাও তাই করেছিলেন প্রচুর ড্রাইভারকে ফোন করে একজন কে সিলেক্ট করেছিলেন ।


চলুন এবার লাদাখ ভ্রমণের ক্ষেত্রে কেমন খরচা হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যাক, এটা আগের পোস্টেই দেওয়া থাকতো কিন্তু আগের পোস্ট টা দীর্ঘায়ীত হওয়ার জন্য আলাদা করে আরো একটা ব্লগ করতে হলো।

লাদাখ ট্যুরের খরচা :- লাদাখ ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেখানে খরচা হবে সেটা হলো গাড়ি ভাড়া। মোটামুটি প্রায় ৬০% খরচা গাড়ি ভাড়াতেই চলে যাবে, বাদবাকি ৪০% এ থাকছে হোটেল, খাওয়া, বাকি অন্যকিছু। গাড়ি ভাড়ার সবার ক্ষেত্রে একই হবে না বিভিন্ন জনের ক্ষেতে আলাদা হতে পারে, সেটা আপনাদের প্ল্যানের ওপর নির্ভর করবে, লাদাখ সফর নিয়ে আমার করা আগের ব্লগে সমস্ত কিছু বিস্তারিত ভাবে বর্ননা করা আছে ওই ব্লগ টা যদি আগে পড়ে নিতে পারেন তাহলে বুঝতে সুবিধা হবে...

ঠিক কথা না বাড়িয়ে আসল পয়েন্টে আসা যাক, ধরুন যারা শ্রীনগর থেকে লাদাখ সফর শুরু করে মানালি হয়ে শেষ করবে তাদের ক্ষেত্রে একটু ভাড়া বেশি লাগবে। আবার ধরুন কেউ ফ্লাইটে লেহ পৌঁছে ব্যাক করার সময় শ্রীনগর বা মানালি হয়ে ফিরতে চান তাদের ক্ষেত্রে একটু কমে যাবে আবার কেউ যদি আপ, ডাউন দুটোই ফ্লাইটে করেন তাদের ক্ষেত্রে আরো কমে যাবে ভাড়া। কেউ কেউ এটা করেন এতদিন দিন ধরে যাত্রার ধকল থেকে বাচার জন্য। কিন্তু তাদের ক্ষেত্রে আবার ফ্লাইটের খরচাটা বেশী পড়ে যাবে। গাড়ি ভাড়ার ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সেটা বলছি আমরা গিয়েছিলাম শ্রীনগর হয়ে আর ফিরেছিলাম লেহ থেকে ফ্লাইটে, সেইজন্য আমরা দুটো ইনোভা গাড়ি ভাড়া করেছিলাম একটা শ্রীনগর থেকে লেহ ড্রপ, আর দ্বিতীয়টি লেহ থেকে লাদাখ ঘোরার ক্ষেত্রে, দুটো ইনোভা গাড়ি মিলিয়ে টোটাল গাড়িভাড়া পড়েছিলো ৩৯৫০০, ৪ জনের পারহেড ১০০০০ করে, এখানে আপনারা যদি ৫,৬ জন হোন তাহলে খরচা আরো কমে যাবে। ৬ বেশি কিন্তু allow করে না। ৪ থাকলে comfortable বেশি । এই প্ল্যানের সাথে কেউ যদি সোমোরিরি হয়ে মানালি অ্যাড করেন তাহলে গাড়িভাড়া আরো ১২-১৩০০০ এক্সট্রা ধরে রাখুন আর হানলে অ্যাড করলে আরো ৪-৫০০০ বেশি লাগবে, এদিকে আবার আপনার ফ্লাইটের খরচা বেঁচে যাচ্ছে।

হোটেল ও খাওয়া খরচা :- লাদাখে স্ট্যান্ডার্ড মানের হোটেল নিতে হলে - ১০০০ থেকে ১২০০ টাকায় ভালো হোটেল পেয়ে যাবেন। নুবরা ভ্যালি ও প্যাংগং এর ক্যাম্প গুলোর ভাড়া ১৭০০-২৫০০ মধ্যে ভালো ফুড সহযোগে। এবার যতদিন থাকবেন তার ওপর নির্ভর করবে। আমাদের হোটেল খরচা নিয়ে দেওয়া হলো।

আমাদের বুক করা হোটেল ও তাদের রেট। 

খাওয়ার ক্ষেত্রে আমি আগের পোস্টেই বলেছিলাম যে লাদাখে খাওয়ায় খরচা খুব বেশী, খাওয়ার খরচা কমানোর উপায় আমি আগের ব্লগে বলে দিয়েছি একটু দেখে নেবেন। লিঙ্ক দিলাম নিচে. ... 👇

লাদাখ সফরের সমস্ত খুঁটিনাটি

ডেইলি এক জনের খাওয়ার খরচা ৪০০ থেকে ৫০০ ধরে রাখুন। কোনো কোনো হোটেলে ব্রেকফাস্ট include থাকে, ক্যাম্প গুলো বুক করলে পুরো খাওয়ার খরচা include থাকে। চেষ্টা করবেন সকালের ব্রেকফাস্টটা যতটা পারবেন পেট ভরে করে আসতে। এটুকুই।


এবার একটা রাফ হিসেব দেওয়ার চেষ্টা করছি।

1. গাড়ি ভাড়া - ৪৫০০০/ যতোজন থাকবেন ।

2. হোটেল - ৮০০০/ ২ জনের ।

3. খাওয়া খরচা - ডেইলি ৪০০-৫০০.

৪. এক্সট্রা খরচা জল কেনা যেটা খুব জরুরী লাদাখে।, পারমিশন করা, বিভিন্ন জায়গার এন্ট্রি টিকিট, বিভিন্ন জায়গায় বিভিন্ন activity ও Ride আর কেনাকাটা।

লাদাখ ট্যাক্সি ড্রাইভার লিস্ট :- লাদাখের ট্যাক্সির কিছু নিয়ম আছে আপনারা যদি শ্রীনগর বা মানালি থেকে গাড়ি বুক করে যান তাদের permission কিন্তু লেহ পর্যন্তই। এর পরে আপনাদের ঘুরার জন্য ওখানকার স্থানীয় গাড়ি ই আপনাকে বুক করতে হবে, তাই এই ব্লগে সমস্ত জায়গার কিছু সৎ, ভালো ড্রাইভারের নাম ও ফোন নম্বর দেওয়ার চেষ্টা করছি।

1. লাদাখ সাইটসিং এর জন্য ট্যাক্সি ড্রাইভার লিস্ট :-

1. Karma Sonam. 09419215110/09906991011

2. Chamba - 09596979829/09906999808. এনার কাছে আপনারা ট্রাভেলার ও ভাড়া পেয়ে যাবেন।

3.Rizgin- 09622954779/09469472772 তিনি ও তার ছেলে দুজন মিলেই গাড়ি চালাচ্ছেন। এনার কাছে ইনোভা, স্কোরপিও, জাইলো টাটা সব গাড়িই পেয়ে যাবেন।

4. Stanzin Otsal- 9622983435। খুব ভালো লোক 2006 সাল থেকে তিনি লাদাখে গাড়ি চালাচ্ছেন।

5. Sonam Angdus-09469272773

6. Tsewang - 09469200545

7. Tashi Namgail 09469630613

8. Dorjey Angchuk-09419308051

9. Saleem mir - 9419842881

10. Abbas-09622998367

11. Ali-09419853648/9874221442

12. Tashi-09906305546

13. Norbo- 919419993423

2.কিছু টেম্পো ট্রাভেলার ড্রাইভারের লিস্ট:-

1. Rinchen - 09419982819/09622780826

2. Stanzin- 919419855428

3. Tsewang mutup- 919469172653

4. Stanzin Lotus-919469224466/919622273869

3. শ্রীনগর থেকে লেহড্রপ করার গাড়ির ড্রাইভারের নাম্বার-

2. Jaan- 09469732955।

খুব ভালো একটা মানুষ, কোনো অভিযোগ থাকবে না।

3. Noor Mohammed - 09419890787। ইনি খুবই হেল্পফুল ।

4. Karim & Firoz - 09419801538/09469190694.বাবা ও ছেলে দুজন দুজন ই গাড়ি চালান।

5. Ansari - 09469568527.

6. Hussain - 09469644018.

4. মানালি থেকে লেহ যাওয়ার গাড়ি :-

1. Ravi- 09816508774. খুব ভালো ছেলে. এ এখন লেহ তেও গাড়ি চালায় ওর গাড়ি তেই আমরা ঘুরেছিলাম লাদাখ।

2. Biru- 09459518549

3. Amit - 09459281888/09805670579

4. Jackie - 9107552730

5. জাঁস্কার ভ্যালি ট্যুরের জন্য :-

1. Ansari - 09469568527.

2. Hasan - 09469732955

3.gulam rasul-09419843703.

বাসে লাদাখ :- গাড়ি ছাড়াও লাদাখ পৌঁছনোর ক্ষেত্রে বাসের ব্যবস্থা আছে। যারা বাজেট ট্রাভেলার আছেন তাদের জন্য এটা। HPDTC এর বাস আপনারা পেয়ে যাবেন। দিল্লী থেকেও বাস ছাড়ে মানালি থেকেও ছাড়ে। আমার মতে মানালি থেকেই যাওয়া উচিত। মানালি থেকে ট্যুরিস্ট স্পেশাল যে বাসটি ছাড়ে সকাল 7 টায়, একদিন কেলং এ নাইটস্টে, নেক্সট দিন লেহ। ভাড়া ২৯০০ টাকা। এই সার্ভিসের সুবিধা হল, রাতে থাকার ব্যবস্থা উনারা ই করে দেবেন কেলং এ পুরো একটা প্যাকেজ। আর কেউ যদি এই সার্ভিস না যেতে চান তাদের জন্যও ব্যবস্থা আছে। মানালি থেকে কেলং ordinary বাস ছাড়ে প্রতিদিন ভাড়া ১৮০ টাকা। আবার কেলং থেকে লেহ, ভাড়া ৫৫০ টাকা। অনলাইন বুকিং করাই বেটার। অনলাইনে HPTDC বাস বুকিং সাইট- Hptdc booking

এবার কেউ শ্রীনগর হয়ে লেহ যেতে চান তাদের জন্য ও ব্যবস্থা আছে JKSRTC বাস । ডাল লেকের কাছে TRC থেকে সকাল ৮ টায় প্রতিদিন বাস ছাড়ে। প্রথম দিন কার্গিলে স্টে, পরের দিন আবার সকাল ৭ টায় কার্গিল থেকে স্টার্ট হয়ে দুপুর 2 টাতে লেহ। ভাড়া সুপার ডিলাক্স - ১৩২০, সেমি ডিলাক্স- ৯২৫ এবং স্ট্যান্ডার্ড - ৪৭০ টাকা। একই রকম ভাবে লেহ থেকে কেউ যদি শ্রীনগর আসতে চান বাসে তাদের জন্য নাইট বাস আছে যেটা দুপুর 2 টো তে ছেড়ে, সকাল 7 টায় শ্রীনগর পৌঁছে দেবে।

Post a Comment

নবীনতর পূর্বতন