ভ্রমণ পিপাসু :- করোনা পরিস্থিতির কারণে প্রায় দুবছর বন্ধ থাকার পর আবার স-মহিমায় ফিরছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) উত্তরবঙ্গের ট্যুর প্যাকেজ। নতুন এই প্যাকেজে কোচবিহার থেকে যাত্রা শুরু হবে। যাত্রাপথে যুক্ত হচ্ছে লাভা, রিশপ, পেডং। বুধবার এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতীম রায় এই নয়া প্যাকেজের সূচনা করেন
নানা কারণে মাঝে কিছুদিন ঝিমিয়ে পড়েছিল। ফের স্বমহিমায় ফিরছে সবুজের পথে হাতছানি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্য়োগে এই বিশেষ প্যাকেজের নতুন রুটের সূচনা হল এবার। এবার আরো নতুন উদ্যমে এই প্যাকেজ ট্যুরকে আকর্ষণীয় করে তোলা হচ্ছে।
তবে এনবিএসটি সূত্রে খবর, নতুন এই প্যাকেজ ট্যুরে দুই রাত তিনদিনের জন্য মাথাপিছু খরচ পড়বে ৭ হাজার টাকা। এই প্যাকেজ ট্যুরে বুকিং শুরু হয়েছে। এই প্যাকেজে এক সঙ্গে অনেকগুলি পয়েন্টকে ছুঁয়ে ফেলা যায়। হাতে কয়েকদিন সময় থাকলে পাহাড়ের পাশাপাশি ডুয়ার্সের বিভিন্ন রুটেও ঘুরে আসা যায় এনবিএসটিসির বাসে।
- অনলাইন বুকিং-http://www.nbstc.in
যারা উত্তরবঙ্গ কে ভালোবাসেন, এবং পাশপাশি উত্তরবঙ্গে ঘুরতে ভালবাসেন জন্য এই প্যাকেজ অত্যন্ত কার্যকরী। তাই দেরি না করে প্ল্যান করে শীঘ্রই বুক করে ফেলতে পারেন এই প্যাকেজ। এব্যাপারে এনবিএসটিসির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। পার্থপ্রতীম রায় বলেন,সবুজের পথে হাতছানি প্রকল্পটি বেশ লাভজনক। এই প্রকল্পে আরও নতুন রুট যুক্ত করছি।
একটি মন্তব্য পোস্ট করুন