টানা ১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর, জেনে নিন ডেট।

 ভ্রমণ পিপাসু :- টানা ১৫দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport)। ওই সময়ে কোনো উড়ানই ওঠানামা করবে না। আগামী ১১ থেকে ২৫ এপ্রিল বন্ধ থাকবে রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর।



         বাগডোগরা এয়ারপোর্টের ডিরেক্টর পি সুব্রমনিয়ম, কথা মত এই 15 দিন এয়ারপোর্ট বন্ধ থাকার ঘোষনা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া করেনি, এটা ঘোষনা করেছে ভারতীয় বায়ু সেনা, কারণ এটা বায়ু সেনার এয়ারপোর্ট এখানে বায়ুসেনা এবং অসামরিক মন্ত্রক যৌথভাবে বিমান পরিচালনা করে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় ব্যস্ততম এই বিমানবন্দরের ওপর পশ্চিমবঙ্গ বাদেও আরো 1,2 টি রাজ্য নির্ভরশীল। এই বিমানবন্দরে বিমান ওঠানামা করে সকাল থেকে বিকাল 5 টা পর্যন্ত, কোনো নৈশকালিন বিমান ওঠানামা করতো না এই বিমানবন্দর দিয়ে। সেই উদ্দেশ্যেই কাজ চলছিল বেশ কয়েক মাস ধরে, রানওয়ে, এবং অন্য প্রয়োজনীয় কিছুর। সেই রানওয়ের ফাইনাল ফেজের কাজের জন্য 15 দিন সময় চেয়ে নিয়েছে ভারতীয় বায়ুসেনা। 

         

    রানওয়ের সংস্কারের প্রয়োজনিয়তাকে মেনে নিলেও বন্ধ থাকার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষত এপ্রিল মাস হল পর্যটনের মরসুম। একেই কোভিডের দুই ঢেউয়ের জেরে মার খেয়েছে উত্তরের পর্যটন শিল্প। ফের ছন্দে ফিরতে না ফিরতেই তৃতীয় ঢেউয়ের প্রভাবে বর্তমানে বন্ধ রয়েছে পর্যটনকেন্দ্রগুলি। পর্যটন শিল্পই নয়, দেশের অন্য প্রান্তের সঙ্গে উত্তরবঙ্গ ও সিকিমের অন্য ব্যবসাও মার খাওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে। এই জন্য সকলেই রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন