ভ্রমণ পিপাসু:- পিকনিকের জন্য করোনা সংক্রমণের কারণে বন্ধই থাকছে রায়গঞ্জের শিয়ালমণি ফরেস্ট এবং রায়গঞ্জ ফরেস্ট সংলগ্ন সমস্ত বনাঞ্চল। তাই শিয়ালমণি ফরেস্টে ঢোকার মুখে ফ্লেক্স টাঙ্গিয়ে, গার্ড বসিয়ে বাঁশের ব্যারিকেড করে সাধারন জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করেছে বন দফতর।
বন দফতরের থেকে জানানো হয়েছে রায়গঞ্জের শিয়ালমণি ফরেস্ট প্রটেক্টটেড এরিয়ার মধ্যে অন্তর্গত তাই আইন অনুসারে এই এলাকার মধ্যে জনসাধারণের অবাধ প্রবেশ একদম নিষিদ্ধ, তারপর করোনা সংক্রমণের ভয় নতুন আতঙ্ক ওমিক্রন এই সব কারণে পিকনিকের মত সমস্ত কিছুই একদম বন্ধ থাকছে, তার জন্যই এই ব্যবস্থা।
একটি মন্তব্য পোস্ট করুন