বড়দিনে মন খারাপ শহরবাসির এবছর ও বন্ধই থাকছে রায়গঞ্জের ছটপড়ুয়ার ক্যাথিড্রাল চার্চ ।

 ভ্রমণ পিপাসু :- করোনা সংক্রমণজনিত কারণে গত বছরের মতো এবারও বন্ধ থাকছে রায়গঞ্জ চার্চ এর গেট। প্রতি বছর বড়দিনের দিনে হাজার হাজার মানুষের সমাগম হতো রায়গঞ্জ চার্চ এবং এলাকায়, মেলা ও বসত মাঠে, রায়গঞ্জ ছাড়াও আশেপাশের এলাকা এবং বাইরে থেকেও লোকজনের আগমন ঘটতো এখানে, গতবছর ও চার্চ বন্ধ থাকায় এবছর শহরবাসি আসা করেছিলো যে এবার অন্তত খোলা থাকবে চার্চ,কিন্তু সবার আসায় জল ঢেলে এবছর চার্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে কয়দিন আগেই ঘোষণা করা হয়েছে যে চার্চ এবছর বন্ধ থাকছে। 



   একদিকে রায়গঞ্জ পৌরউদ্যান গত দুবছর ধরে বন্ধ তার ওপর রায়গঞ্জ চার্চ, যা কিছুটা হলেও রায়গঞ্জ বাসির বড়োদিন উৎসব কে কিছুটা হলেও মাটি করে দিয়েছে। যদিও কয়দিন আগেই নতুনরূপে উদ্বোধন হওয়া কর্ণজোরা পার্ক কিছুটা হলেও এই ঘায়ে প্রলেপ দিতে পারবে বলে আসা করা হচ্ছে। তাছাড়া ক্যারিটাস, রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গণ ও এবছর বড়দিনের জন্য সেজে উঠেছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন